পাড়ার মোড়ে বাস স্ট্যান্ডে
হঠাৎ হট্টগোল ।
পুঁচকে পিন্টু কান্নায় ভাসে,
পড়ে গেছে শোরগোল ।
ছুটে গিয়ে দেখি
পিন্টুর বাবা সিন্টু খড়্গহস্ত।
বাসস্ট্যান্ডে সবাই তখন
তাকে সামলাতে ব্যস্ত।
ছেলের ওপর বেজায় চটে
এই মারে সেই মারে।
হয়েছেটা কি? সবার প্রশ্ন ,
সবাই শুধোয় তারে।
পিন্টু তখন ফুঁপিয়ে ফুঁপিয়ে
বলতে কিছু চায়,
তাই না দেখে পিন্টুর বাবা
আবার মারতে যায়।
সবাই তখন পিন্টুকে বলে
নেই তোর কোনো ভয়,
ভুল করলেও সবসময়
সত্যি বলতে হয়।
পিন্টু তখন সাহস পেয়ে
ফুঁপিয়ে ফুঁপিয়ে বলে
“বাবাকে দেখেছি উঠে দাঁড়াতে
বাসে খুব ভিড় হলে।
একটা আন্টি দাঁড়িয়ে ছিলো
নিলাম ডেকে যাকে
বাবার মত উঠে গিয়ে
বসতে দিলাম তাকে”।
তাই না শুনে সিন্টু আবার
চিল্লিয়ে ওঠে রোষে।
“হতচ্ছাড়া ছিলো তখন
আমার কোলেই বোসে”।