পেয়েছিলাম অমৃতের স্বাদ।
মাত্র কিছুদিন ,
কিছু সময়ের জন্য।
সত্যই অপূর্ব ,সত্যই অনন্য।
অমর হয়ত হয়েছি,
হয়ত তার জ্বালাই সইছি,
তবে সত্যটা বুঝেছি।
অমৃতের প্রয়োজন তাঁর বেশী।
হ্যাঁ
অমৃতের প্রয়োজন তাঁর বেশী।
তাই তো
পেয়েছিলাম অমৃতের স্বাদ।
মাত্র কিছুদিন ,
কিছু সময়ের জন্য।