কতটা চিনেছ আমায়? প্রশ্নটা একান্তই ব্যক্তিগত।
প্রশ্নটা পথকেও নয়।
প্রতিবার সে গন্তব্যে পৌঁছে নিয়েছে ছুটি
পথের শেষে সেই প্রতিবার আমি একা।
কতটা চিনেছ আমায়? প্রশ্নটা একান্তই ব্যক্তিগত।
প্রশ্নটা সময়কেও নয় ।
বয়ে যায় সে আপন ধারায়।
সময় ফুরোলে সেই প্রতিবার আমি একা।
কতটা চিনেছ আমায়? প্রশ্নটা একান্তই ব্যক্তিগত।
প্রশ্নটা মনকেও নয়।
জেদী সে এক শিশুর মত ।
চাহিদা মিটলে সেই প্রতিবার আমি একা।
কতটা চিনেছ আমায়? প্রশ্নটা একান্তই ব্যক্তিগত।
প্রশ্নটা জীবনকেও নয়।
মশগুল সে মৃত্যুর প্রেমে।
শিখণ্ডী সেজে সেই প্রতিবার আমি একা।
কতটা চিনেছ আমায়? প্রশ্নটা একান্তই ব্যক্তিগত।
প্রশ্নটা আমাকেও নয়।
সং সাজাতেই সে কাটায় সারাটা জীবন।
মুখোশের আড়ালে সেই প্রতিবার আমি একা।