না মানলেই তো নেই,
অন্তত আমার বিশ্বাসে।
তবু কিসের এত অহংকার ?
আমার সমর্পণেই তুমি বীর।
নচেৎ চির অস্থির ।
খোঁজো দুর্বল চিত্ত ,
যেমন আমার,
অস্তিত্ব তোমার।
যদি চাও শ্রেষ্ঠত্ব,
চাও যদি আধিপত্য বিশ্বাসে।
প্রকট হও আমার অবিশ্বাসে।
মেনে নেব তোমার ঔদ্ধত্য ,
দুর্বল চিত্তে দৌরাত্ম্য ।
শর্ত একটাই
প্রকট হও আমার অবিশ্বাসে।