এখনও জ্বলছি,
তবে পুরোটাই জ্বালায়।
ভোরের আলোয়  
ঘরের কোণে ,একাকী অপেক্ষায়।
জ্বলেছি সারারাত সূর্যের তেজে।
লজ্জিত চাঁদ জানলার ফাঁকে
উঁকি মেরে গেছে বারেবার,
মেঘের আড়াল সরিয়ে।
পুড়েছি সারারাত একাই
অজানা ভালো লাগায়।
এখনও নিভন্ত আঁচে
বেঁচে আছে খানিকটা  আগুন।
পুরোটা নেভার আগে
দপ করে উঠব জ্বলে আর একবার
পুড়িয়ে  দেব সব অন্ধকার ।
আবার একবার ।

****** কবিতাটি সেই প্রবীণ মানুষগুলিকে নিয়ে লেখা।  যারা তাদের জীবনের অন্তিম দিনগুলিতে নিজেরই সংসারে নিজেরাই হয়ে যান ব্রাত্য।