সেদিন পথ হারিয়ে পৌঁছেছিলাম
এক নতুন দেশে।
হ্যাঁ স্বপ্নেই।
দেখলাম সবাই কেমন এক
অদ্ভূত আনন্দে মাতোয়ারা ।
সবাই খুশী,
সবাই সুখী ।
দুঃখের যেন প্রবেশ নিষেধ সেথায়।
হাসি মুখে একজনকে যেতে দেখে,
প্রশ্ন করেছিলাম।
হ্যাঁ গো
তোমাদের দুঃখ নেই?
“আছে”
তোমাদের শোক নেই?
“আছে”
তোমাদের অভাব নেই?
“আছে”
তবে?
“তবে কি?”
তবে তোমাদের এত আনন্দ কিসের?
“কেন আনন্দ হবে না?
সব কিছুর সঙ্গে আমিও তো আছি,
তা কি কম?”
ঘুমটা ভেঙে গেছিলো।
তারপর অনেকবার, চেষ্টা করেছি অনেক,
পাইনি খুঁজে পথ।
হয়ত সত্যিই দুঃখের সেথায় বারবার প্রবেশ নিষেধ।