প্রথম দেখা
তারপর আবার দেখা
নানা অছিলায়
তারপর নিবেদন,
সম্মতিতে জন্ম নিলো প্রেম।
এ পর্যন্ত ঠিক আছে।

তারপর?

তারপর চলল বেশ কিছু
দিন মাস বছর
মান অভিমান
দেখা না দেখা করা কাটিয়ে
পোক্ত হোলো প্রেম।
এ পর্যন্তও ঠিক আছে।

তারপর?

তারপর ছাদনাতলা।
অনেকের আবার সরাসরি মঞ্চে প্রবেশ
পর্ব তাদের একই  ,
তবে বড়ি গেলার পর।
যাই হোক, স্বীকৃতি পেল প্রেম।
এ পর্যন্তও ঠিক আছে।

তারপর

তারপর ভালো লাগা,
আরও ভালো লাগা,
আরও আরও ভালো লাগার
থেকে জন্ম হয় নতুনের
সফল হোলো প্রেম
এ পর্যন্তও ঠিক আছে।

তারপর?

তারপর কাটে দিন মাস বছর আবার,
ক্যালেন্ডার বদল অনেকবার,
অনেক ঝড় ঝাপটা,
বহু অগ্নিপরীক্ষা পার করে
পরিপূর্ণতা পেলো প্রেম
এখন পর্যন্তও ঠিক আছে।

তারপর?

কি আবার।
তারপর আজীবন শুধু ঠিকই আছে।

দেখলে জ্বলে মরি
আর
না দেখলে পুড়ে মরি।