মাঝে মাঝে মনে হয়
টেনে বের করি একটা ঝড়কে,
আঁতুড়ের আশ্রয় থেকে।
খেলি তাকে নিয়ে
লণ্ডভণ্ড করি তাকে
এলোমেলো করে দেখি না একবার,
তার গৃহহারা হতে কেমন লাগে।
মাঝে মাঝে মনে হয়
ডোবাই একটা গোটা প্লাবনকে ।
আমার অহংকারে বারেবারে ডুবিয়ে ভাসিয়ে
তাড়িয়ে বেড়াই গোটা বিশ্ব জুড়ে ।
চিরকালের মত উদ্বাস্তু করে দেখি না একবার,
তার বানভাসি হতে কেমন লাগে।
মাঝে মাঝে মনে হয়
স্তব্ধ করি সময়কেও।
মর্জিমাফিক এগিয়ে পিছিয়ে
দিশাহারা করে তুলি তাকে।
ধ্রুব তকমা নিই চিরকালের মত ছিনিয়ে,
বারে বারে বদলিয়ে দেখিনা একবার,
তার লগ্ণভ্রষ্ট হতে কেমন লাগে।