শুনিওনা প্রারব্ধের অজুহাত ।
যদি
বিস্মৃত স্মৃতি হয় পরিমাপ।
তবে
কেন এ আড়াল ?
এ আবডাল?
দেখেছি আমি তোমার ব্যর্থতা,
সত্যের সাথে মিথ্যার মিত্রতা ,
না ফোটা ফুলের ঝড়ে পড়া,
মাতৃগর্ভে না মেটা ক্ষুধার কড়া নাড়া।
ক্লান্ত আমি,
অবসন্ন আমি
অজানা এক বিশ্বাসে।
প্রতি মুহূর্ত প্রতি নিঃশ্বাসে।
হয় স্মৃতি দাও,
না হয় মরচেধরা বিধি বদলাও।
না হলে সমূলে নিপাত যাও।