কেড়ে নাও সব বিনয়,
ফিরিয়ে দাও আমার সব অহংকার।
ভুল সব ভুল।
বিনয় আজ সহজলভ্য শিকার
ঐ চোরাশিকারীগুলোর।
পাত পেড়ে দেওয়া খাবারের মত।
নির্লজ্জের মত গেলে গোগ্রাসে
খিদে না পেলেও।
ফিরিয়ে দাও আমার সব অহংকার।
আমার অহংকার বিঁধুক
কাঁটার মত ওদের গলায়।
বিষ হয়ে ছড়িয়ে পড়ুক রক্তে।
অসহনীয় জ্বালায় জ্বলতে জ্বলতে
ছাই হবার আগে বুঝুক,
বুঝুক হয়েছে সময়,
বদল হবে পালা এবার।
শিকারী আজ হবে শিকার,
শুধু একবার
ফিরিয়ে দাও আমার সব অহংকার।