প্রতি পদক্ষেপে
ক্রমাগত অদৃশ্য হয় ফেলে আসা পথ।
অনুভব স্মৃতি বাদে বিলীন হয় তার অস্তিত্ব ।
বিলীন হয়
এক পা ফিরে যাবার অবকাশ।
ফিরে যেতে
ফিরে পেতে
বন্ধ করেছিলাম কিছুদিন পথচলা।
মুখ থুবড়ে পড়েছিলাম।
তবুও
পথ আঁকড়ে পড়ে ছিলাম কিছুদিন।
তবুও কিন্তু থামেনি পথচলা ,
পথের চলা।
বুঝেছিলাম সেদিন
পথই মোছে ফেলে আসা পথ।
প্রতিটি পদচিহ্ন আমার মুছে ফেলে
প্রতিবার নতুন হয়ে
সে পথই
ফিরে আসে আমার আগামী পদক্ষেপে।
বুঝেছিলাম সেদিন
পথও চলমান
চলেছে সবাই।
চলতে হবে আমাকেও।
শুধু চলা নয়
চলতে হবে পারলে পথেরও আগে।
বেছে নিতে হবে আমার পথ।
প্রতি মোড়ে
প্রতি মুহূর্তে প্রতি বিন্দুতে।
না হলে পথের গতিতে শুধু বয়েই যেতে হবে।