তুই পাগল বদলাসনি এখনও।
বদলেছে শুধু চুলের রঙ
আর হাঁটার ধরণ ।
দিনবদলের স্বপ্নে বিভোর তুই
এখনও হাঁটিস
মাইলের পর মাইল স্বপ্নের মিছিলে।
ভাবনাগুলো লিখে রাখিস
মনের দেওয়ালে।
বিভেদ মুছতেই কেটে যায় সারাদিন।
জানি রাত বাড়লেই
বাড়ে তোর পাগলামো।
তুই পাগল বদলাসনি এখনও।
এই পাগল বলতো কবে কাটবে এই রাত?