অনেক হয়েছে
কবিতা।
এবার তুমি দু মুঠো অন্ন হও দেখি,
অনেক পেটে আজও জোটে না দুবেলা।
হওনা একবার খানিকটুকু আলো,
দেখতে পাও না?
অনেক ঘরে আজও আঁধার?
হওনা একচিলতে আশা,
বুঝতে পারো না
অনেক অনেক জীবন আজও নিরাশ?
অনেক হয়েছে
কবিতা।
এবার ছাড়ো তুমি কবির আঁচল।
অনেক কবির মিটিয়েছ আশ,
অনেক হয়েছে ভাবের সন্ত্রাস।
আজ তোমাকে
বই এর পাতায় নয়,
কবির কলমে নয়,
প্রয়োজন একবিংশের কুরুক্ষেত্রে।
ছিনিয়ে আনো দেখি,
সূচাগ্র মেদিনীই না হয় এবার।
আর
দু মুঠো অন্ন, খানিকটুকু আলো
আর এক চিলতে আশা।
দেখি পারো কিনা,
অনেক হয়েছে
কবিতা।