জানো একদিন
পৌঁছেছিলাম
এ বিশ্বের এ ব্রহ্মাণ্ডের
এ সৃষ্টির শেষ প্রান্তে।
অতিক্রম করতে পারিনি।
কিন্তু দেখেছিলাম
সীমার ওপাড় পুরোটা
গোটাটা সবটুকু জুড়ে
শুধু আমি আর আমি আর শুধুই আমি।
দেখেছিলাম
প্রতি মুহূর্তে
আমার ইচ্ছা আমার কল্পনা
ভাঙছে গড়ছে
এপাড় এ বিশ্ব এ ব্রহ্মাণ্ড
এ সৃষ্টি
এমন কি আমাকেও
এপাড়ের আমিকেও।
বুঝেছিলাম সেদিন
এপাড়ের নাম জীবন।
ক্লান্ত হবে যেদিন আমার কল্পনা
সেদিন
এপাড় এ বিশ্ব এ ব্রহ্মাণ্ড
এ সৃষ্টি
সবটুকু নিয়ে মিশে যাবো
সত্য সেই চিরসত্য আমার আমিতে।
বুঝেছিলাম সেদিন
ওপাড়ের নাম মৃত্যু
ওপাড়ের নাম আমি।