ঝরে যায় ফুল,
নিয়ম মেনে।
বিকশিত হয় নতুন কুসুম নতুন বৃন্তে,
নিয়ম মেনে।
ওঠে নতুন সূর্যও, হয়ত রোজই
নিয়ম মেনে।
তবু মেনে নেয়না মন
নিয়ম মেনে।
খোঁজে একই সূর্যের পুনরাগমন ,
প্রতি রাতের শেষে ।
নিয়ম না মেনে।
নিয়ম না মেনে।
খুবই ঘনিষ্ঠ এক কবি এক বন্ধু বারণ করেছিলেন “কবিতার” ব্যাখ্যা দিতে। তবুও দিলাম। কারণ মনে হল “আমি ঠিক কি বলতে চাই বোঝাতে চাই ” তা পাঠকের কাছে যথাযথ ভাবে বোধগম্য হোক। কোথাও আমার রচনার অক্ষমতা যেন আমার বক্তব্যকে অগম্য না করে।
আসলে এ রচনায় আমি বলতে চেয়েছি আমরা এ সৃষ্টির অপেক্ষাকৃত অধিক স্থায়ী অস্তিত্বকে সনাতন বলে গ্রহণ করেনি। ভুলে যাই এ সৃষ্টির সব সবকিছুই সদা পরিবর্তনশীল । সদা পরিবর্তনশীল এ সৃষ্টিতে ধ্রুবের অস্তিত্ব খোঁজার প্রয়াসের নামই হয়ত মায়া।