যদি থাকতো বোধ।
তবে এ নির্বোধ
বা হযত আরও শত।
আমার মত আরও কত।
লিখে মরতো না আবোলতাবোল ।
কবিতার নামে হট্টগোল ।
অপেক্ষা ?
করে উপেক্ষা
প্রতি নির্বোধ রাত দিন।
শুধতে কলমের ঋণ,
লিখে মরে আবোলতাবোল ।
কবিতার নামে হট্টগোল ।
কবিতা আজও অপেক্ষায়।
প্রতি নির্বোধের উপেক্ষায়।