সময়ের যেটুকু বিলম্বে আয়নায় প্রতিফলন,
সেটুকুই নাকি আমার নিজস্বতা।
বোধের অজান্তে ঘটে অধিকারের হস্তান্তর
অন্ধ অনুকরণের।
জন্ম নেয় দাবী
কে আগে কে পরে।
বোধ মাথা কুটে মরে।
ভাগ্যিস স্পর্শ ছিলো,
তাই আজও  আয়না সত্য।
ওপাড়ে আমি নই, শুধুই প্রতিফলন ।
সর্বদাই আগে আমি সে পরে।
অহং রয়ে যায় প্রতিবার,শেষমেষ বোধেরই ঘরে।
ভাগ্যিস স্পর্শ ছিলো
আর শোনায় বাণী সাবধানেের,
"সময়ের যেটুকু বিলম্বে আয়নায় প্রতিফলন,
সেটুকুই নাকি আমার নিজস্বতা"।
........................................................................

কালকের কবিতাটি আরও একবার দিলাম আজকে কারণ কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করেছি। লিঙ্কটি দিলাম। দয়া করে শুনবেন এবং জানাবেন। হেভফোনে শুনবেন দয়া করে।


অপেক্ষা করি
- অপরিচিত (রাজ চৌধুরী)

আমি অপেক্ষা করি মৃত্যুর নয়,
সে তো কড়া নাড়ে রোজই।
আমি অপেক্ষা করি জন্মেরও নয়
সে তো প্রতিভাত প্রতিক্ষণ মননে ,শরীরে।


আমি অপেক্ষা করি সুখের নয়,
সে তো উপলব্ধ দুঃখের তারতম্যে।
আমি অপেক্ষা করি দুঃখেরও নয়,
তাকে তো পাই এমনিই, তাঁকে বিশ্বাসে।


আমি অপেক্ষা করি দু মুঠো অন্নের,
যা জোটেনি এখনও অনেক অনেক মুখে।
আমি অপেক্ষা করি এক ফোঁটা শান্তির,
যা বর্ষায়নি এখনও অনেক অনেক বুকে।