নেই পরোয়া।
যদি হয় তবে হোক।
তবে না হলেও চলবে।
চলবে তো বটেই হয়ত বা দৌড়বেও।
আর হলে
তবে তো আর কথাই নেই,
এক্কেবারে পাখা মেলে উড়বে।
শূণ্য আশার মান্জায়
জীবন ঘুড়ি
ওড়ার হলে উড়বে।
না হলে?
ভোকাট্টাতেও লজ্জিত নয়,
হয়ত কেউ বা লুটবে।
হয়ত কোনো গোমড়া মুখে
চিলতে হাসি ফুটবে।
আর না লুটলেও নেই পরোয়া,
কোনো গাছ, কার্ণিসে ঝুলবে।
তাও না হলে
একটা কাগজ
দু এক টুকড়ো কাঠি সমেত
রাস্তা খুঁজে মরবে,
রাস্তায় পড়ে মরবে।
আর কি কেউ তুলবে?
আবার কি সে উড়বে?
নেই পরোয়া।