না না তুমি নও।
আয়নায় দেখেছো ইদানিং নিজেকে?
কি চেয়েছিলাম। আর!
সে স্বপ্নের পরী অন্য কেউ।
না না কিছুতেই তুমি নও।
আরে শোনো না
ঐ যে ঐ বাড়ীর ঐ যে।
আরে নতুন এসেছে না?
কি সুন্দরী তাই না?
এক্কেবারে সেই তোমার মত।
মাত্র তো মাঝে তিরিশটা বছর।
কি মিষ্টি তাই না?
কি হোলো।
ধুত্তরি।
রাখো দেখি সুগারের বড়ি।
তুমি খাও।
দূর হও। নিপাত যাও।
আচ্ছা দাও।
আর তোমার প্রেশারের বড়ি?
আবার সেই হাসি?
সত্যিই বড্ডো জ্বালাও।
না না তুমি নও।