আমার ভালোবাসা তোমার কাছে কিচ্ছুটি চায় না।
তুমি মুক্ত ।
বরাবরের মত এবারেও।
ফুল হয়ে ফুটলেও স্পর্শটুকু নয়।
তুমি মুক্ত ।
ফুল হও ,
বা হও আমার ভালোবাসা ‘
আর যদি নাই বা হও।
তবু
আমার ভালোবাসা তোমার কাছে কিচ্ছুটি চায় না।
তুমি মুক্ত ।
বরাবরের মত এবারেও।