আমি মুক্তি চেয়েছিলাম।
মন বলেছিলো তবে আমারো চাই।
বোধ বলেছিলো বেশ তবে হোক তাই,
তবে শর্ত একটাই
মুক্ত হয়ে খুঁজো না আমাকে।
বুঝলাম বোধেরও মুক্তি চাই।
শেষমেষ দেহ
তারও দাবি এক
প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গরও নাকি তাই চাই।
ভয়ের চোটে প্রাণকে
প্রশ্নটাই করা হয় নাই।
প্রমাদ গুনি
এই বুঝি বিদ্রোহ শুরু হয়।
তড়িঘড়ি বোঝাই
মুক্তি বড় বালাই
আসলে তার কোনো অস্তিত্বই নাই।
সত্য শুধু সহযোগিতাই।
সত্যিই কি তাই?