মন চায় মুক্তি।
শরীর  ছেড়ে একবিন্দু বাইরে।
এই ধরো  সে বিন্দু ছুঁয়ে তুমি।
আমার মুক্তি হয়ে ধরা দিলে এবার।
আবদ্ধ তুমি সময়কালে,
মুক্ত সেই আমি প্রতিবারের মত।
হায়রে নিয়তি । মুক্ত পুরুষ প্রতিবার।
প্রকৃতি তুমিও কি চেয়েছিলে কোনোবার?
মুক্তি!
তোমারও কি কোনোবার।
মন চায় ,মুক্তি?