আজ সত্যিই নয় কোনো কবিতা
যেমন কথা ছিলো
দায়বদ্ধতা আছে, ছিলো।
মন্তব্য নিষ্প্রয়োজন ।
শুধু অভিব্যক্তি , স্বীকারোক্তি ।
হচ্ছেনা হবে না ।
দূর দূরঅবধি কোনো অনুভুতি
ভাবের স্পর্শ পাবে না।
গদ্যও রইবে শত যোজন দুরে।
না জানি  কোন সে সৃষ্টি
রইবে  রইলো
শত ক্রোশ দূরে মন্তব্যচ্যূত।
মন্তব্য নিষ্প্রয়োজন ।
থাক না কিছু শব্দ
কিছু অক্ষর মুক্ত মন্তব্য হতে।
আজ সত্যিই নয় কোনো কবিতা
যেমন কথা ছিলো
দায়বদ্ধতা আছে, ছিলো।
মন্তব্য নিষ্প্রয়োজন ।


আজ সত্যিই কোনো শ্রেণীতে আমার এ রচনাকে অন্তর্ভুক্ত করতে পারলাম না। অসৎ ভাবে রূপকের ঘাড়ে ফেলে দিলেম দায়। মাপ করবেন কবিবন্ধুরা