চাই না মুক্তি,
পরম প্রাপ্তি সিদ্ধি শিকেয় রাখো,
জ্বালিয়ে আমায় পুড়িয়ে আমায়
সেই ছাই গায়ে মাখো।
রচার নেশায় যতবার তুমি
তোমার সৃষ্টি ভাঙবে।
তোমার নিয়মে তুমিই বদ্ধ
ধ্বংসই ডেকে আনবে।
কতবার ফুল ফোটার আগেই
কুঁড়িতেই যাবে ঝড়ে।
কতগুলো শিশু মায়ের কোলেই
অনাহারে যাবে মরে ।
অনেক কল্প একই সূত্র
আর কতদিন চাও।
সবার পেটে ভাত জোটাতে
সূত্রকে বদলাও।
সবার ঘরে শান্তি আসুক
সবার ঘরে আলো ,
কারো একার করতে হবেনা
সবার কর ভালো ।
সব কুঁড়িকে ফুল হতে দাও
সব শিশু বড় হোক।
মঙ্গলময় তোমার নাম
হোক চির সার্থক।