আমি আগুন ছুঁতে  চেয়েছিলাম সেদিন।
ছুুঁয়েওছিলাম,
কোনো এক পড়ন্ত বিকেলে।
ফাঁকা প্ল্যাটফর্ম  ,ঘন্টাখানেকে ট্রেন।
অনেকখানি  নিশ্চিন্তি ।
বেশ কিছুটা দাবানল
ছড়িয়ে পড়ার অবকাশ ।
প্রথম স্পর্শেও ছিলো সমর্পণ
পূব এবং পশ্চিমের।
তবু মধ্যাহ্নের সূর্য হতে পারেনি স্পর্শ সেদিন।
হয়ত ঘন্টাখানেকটা কেটেছিলো  মিনিটখানেকে।
মনে আছে তোমার?