মন্দের দায়টা কার?
আমি নিতে রাজি আছি।
তবে
মঙ্গলময়টা কে হবে?
সর্বংসহই বা হবে কে?

শাস্তিটাও যদি আমারই হয়?
শুরু হতে যা চলছে,
তবে
মঙ্গলময়টা কে হবে?
সর্বংসহই বা হবে কে?

করলে ভালো, ভাবলেও
নাকি সে তুষ্ট হয়। আর খারাপ?
তবে
মঙ্গলময়টা কে হবে?
সর্বংসহই বা হবে কে?

প্রতিবার সেই আমিই আছি,
আমারই সেই দায়।
তাই
তাঁর মাহাত্ম্য প্রমাণ করতে
লক্ষ্য জন্ম যায়।