মন চায় লিখি
এমন এক কবিতা।
যার প্রতিটি শব্দ লেখার পরেই
যেন সশব্দে ফেটে উঠে
জানান দেয় তার আগমনবার্তা ।
প্রতিটি শূন্যস্থান যেন শোনাতে থাকে
নিরন্তর রণ ডঙ্কা নিনাদ।
হূঁংকার দিয়ে চলে যেন প্রতিটি যতিচিহ্ন ।
কেঁপে উঠুক
ভণ্ডগুলোর হৃদয়।
বুঝুক এবার হয়েছে সময়।
বুঝুক কবিতারা ক্ষুব্ধ হলে
তবেই বিদ্রোহ হয়।