চামড়ার নিঁখুত মলাটে অস্তিত্ব দিশেহারা ।
আর প্রেম ভালবাসা মলাটেই।
পাতাগুলো অস্পৃশ্য প্রতিবার।
কবিতা,গদ্য,প্রবন্ধ
আরও কত ইচ্ছা,
আর তার শব্দগুলো ,অক্ষরগুলো,চিহ্নগুলো
অস্পৃষ্ট রয়ে যায় প্রতিবার।
অনাদায়ী বারেবার ।
মলাটে মলাটে প্রেম জগতজোড়া,
আর কতবার?
চামড়ার নিঁখুত মলাটে অস্তিত্ব দিশেহারা ।