লিখতে পারি রোজ একখানি করে।
একটু ছন্দ ছুঁয়ে অনেকখানি না ছুঁয়ে।
বা অথবা কোনটারই ধার একেবারেই না ধেরে।
সোজা সটান গপ্পো ।
গাছেও উঠবে প্রয়োজন মত এই ।
এই যে আমি।
যে রোজ নাকি পারে,
রোজ একখানি করে।
যাই হোক চলুক আবার
হোক আরও কিছু রাত কাবার।
নাই বা হোলো ছাপা কোনো বই।
কলম রইবে রোজ
খাতাও রইবে রোজ
সাথে কম্পালসারি মই।