আক্ষেপ একটাই
ঠিক আমার মত হতে পারলাম না আমি।
হ্যাঁ  এবারেও ,
সেই বিচ্যুতি ,সেই স্তুতি ।
ভয় এবারেও।
প্রতিবাদ সেই মোহজালে আবদ্ধ।
কালের সাবধানবাণী , অসংখ্য অনুরণন ।
মুক্তি মুক্তি মুক্তি
চায় এ অবুঝ মন।
তবু
আক্ষেপ একটাই
ঠিক আমার মত হতে পারলাম না আমি।