আর কতো মানাবে বলো তো?
মানাতে মানাতে
মানটাও তো চলে গেলো।
শুনতে পাওনি ?
যাবার সময় বলে গেলো
“আবার ডেকো আমায়,
আসবো ফিরে,
যদি কোনোদিন ফিরে আসে হুঁশ ”।