হয় লেনদেন ।
অথবা দুর্দান্ত মেধা।
এক্কেবারে গোল্লা ।
কোনাটাই নাই নেই, শুদ্ধ বা চলিতে,
এই রাতের।
শুধুমাত্র আকাশজোড়া অসংখ্য তারা।
গোটা চাঁদ একটি আর হয়ত একটি পূর্ণিমা ।
অথবা
ক্রমাগত নিভু নিভু অস্তিত্ব ।
আর অমাবস্যা ।
শুধুই এক রাত অপেক্ষায় এক সূর্যোদয়ের।
তবু নয়
কখনই লেনদেন নয়।