কি অদ্ভুত জীবন!!
জন্মের সাথে সাথেই
কেড়ে নেওয়া হল পরিচয়পত্র ।
যে অসীমের অংশ আমি,
হলাম সসীম ।
সীমায় বাঁধা হোলো আমাকে।
এবার চলল
গোটা জীবনটা জুড়ে
অজস্র ,অগুনতি কাটা আর ছেঁড়া ।
পাতা হোলো ফাঁদ
নেওয়া হোলো মজা।
বিনামূল্যে দেওয়া হোলো ভাগ্য ।
আর
জীবনের মূল্যে মৃত্যু।