শোনো তুমি এক্স ,
শোনো তুমি ওয়াই,
শোনো তোমরা ভাই।
আজ থেকে যেন শুনি
কোনো গোলোযোগ নাই।
এই যে দেখ লাঠি,
আর এই যে দেখো মাটি।
টেনে দিলাম দাগ,
হয়ে গেলো ভাগ।
এদিক মালিক ওয়াই,
ওদিক এক্স ভাই।
মালিক হলে তোমরা দুজন
সত্য সেটা বটে।
তবে কিন্তু,একটি কথা
ঢুকিয়ে রেখো ঘটে।
মনে রেখো
প্রতিক্ষণে, প্রতি দিনেরাতে।
লাঠি কিন্তু রইল ধরা
সেই আমারই হাতে।