অসাবধানতায় মাঝে মাঝেই
খুব কাছে চলে আসে।
মনে হয় যেন এই তো একেবারে স্পষ্ট
হয়েই গেলো বুঝি লক্ষ্যভেদ ।
আবার মিলিয়ে যায়,
দূর বহুদুর অনেক দূর ,
ক্ষীণ থেকে ক্ষীণতর।
চলি।
চলা যেন তাকেই লক্ষ্য করে।
শব্দভেদী বাণ
একদিন করবেই লক্ষ্যভেদ।
বেজে চলেছে নাগাড়ে
কখনও কাছে কখনও দূরে
চাঁদমারি ছুটির ঘন্টা ।
শব্দভেদী বাণ
একদিন করবেই লক্ষ্যভেদ ।
লক্ষভেদে
উধাও চাঁদমারি উধাও বাণ সমেত।
হয়ত বিস্ফোরণ
পুড়ে ছাই চাঁদমারি ,পুড়ে ছাই বাণ সমেত ।
তাই হবে
লক্ষ্যভেদই মুখ্য।
বাকি সর্বস্ব গৌণ ,সবকিছু সবসমেত।