আমি হতে চাই না কোনো দিনের আলো।
বা কোনো রাতের অন্ধকার ।
হতে চাই আরও আরও ক্ষণস্থায়ী ।
এক বিদ্যুৎ এর ঝলকের মত,
নিভে যাওয়ার আগে
প্রদীপের শেষ ঝলকের মত,
ঠিক শেষ নিঃশ্বাসের মত।
প্রগাঢ়, প্রতিশ্রুত ,শাশ্বত ।
বুক ঠুকে যে দাবী জানায় আরও আরও ক্ষণিকত্বের।
আরও আরও নিজস্বত্বের।
আমি হতে চাই না কোনো দিনের আলো।
বা কোনো রাতের অন্ধকার ।
হতে চাই আরও আরও ক্ষণস্থায়ী ।