যেখানেই যাই যখনই,
দেখি রোজ
পড়ে থাকতে পথে ,কত অজস্র কথা ।
কত হ্যাঁ  কত না ,
কত আহ্বান কত প্রত্যাখ্যান ।
কেউ ছিটকে পড়ে আহত ।
কেউ না শোনার অভিমানে বিরত ।
কত হাহাকার কত হুঁংকার।
এলোমেলো ছড়িয়ে থাকা
মিটিং মিছিলের পর
কত প্রতিশ্রুতি কত অঙ্গীকার ।          
সব কথা ,
সব
সব কুড়িয়ে নিই আমি
যতটা পারি,
ভরে  নিই আমার ঝোলায়।
দিনের শেষে ঢালি এনে
আমার খেরোর খাতায়,
পাতার পর পাতায়।
প্রতিদিন রাতে ওরা কথা বলে,
বলে নিজেদের সুখ দুঃখ
মান অভিমান আশা হতাশার কথা।
কাছাকাছি এসে আঁকড়ে ধরে
একে অপরকে
হয়ত অবলম্বন ভেবে।
তৈরি হয় একেকটা গল্প,
গড়ে ওঠে এক একটা কবিতা।

আর আমি?

পেশা বলো আর বলো বা নেশাই
আমি শুধু এক
কথাকুড়ানি
দিনভর শুধু কথাই কুড়াই।