তুমি মানুষ হলেই ভালো হত।
বুঝতে মানুষের কষ্টটা।
তুমি ফুল হলে বুঝতে
অকালে ঝড়ে যাওয়ার কষ্টটা।
একটা পশুও হতে পারতে
নিশ্চয় বুঝতে মনুষ্যত্বে অনিচ্ছা।
নিদেনপক্ষে একটা পাথরও হতে পারতে।
হয়ত বুঝতে
জড়ত্বের যন্ত্রণা ।
বুঝেছি যখন আমিও, বোঝো তুমিও।
শুধু বোঝেনি কেউ
তোমার ঈশ্বর হওয়ার কষ্টটা।