মিথ্যাচারে জীবন চলে,
অনুভুতি নয়।
কখনও হয়ত মনে হয়,
মনে হয়
গোলাপ ফুটুক না হয় মিথ্যার বাগিচায়।
সৌরভে মেতে উঠুক ভুবন,
অপরূপ সৌন্দর্য আবৃত করুক
অনেক অনাবৃতকে।
ক্ষণিকের তরে যত আহত স্মৃতিকে।
তবু তারপর
আরও পর ,গোটা জীবনভর।
কন্টকগুলো
শুধু কন্টকগুলো ।
রয়ে যাবে সত্য হয়ে গোটা জীবনভর।
মিথ্যাচারে জীবন চলে,
অনুভুতি নয়।