শুধুমাত্র
প্রয়োজনে ব্যবহার করা ছাড়া,
কখনও খোঁজ নিয়েছ?
কখনও জানিয়েছ কৃতজ্ঞতা
তোমার শরীরকে?
তোমার প্রতিটি অঙ্গকে, প্রত্যঙ্গকে
যারা প্রতিটি দিন প্রতিটি রাত,
তোমার শয়নে জাগরণে ব্যস্ত,
তোমার অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য।
শুধু দুমুঠো অন্নের বিনিময়ে ।
সত্যি বলোতো
জানাওনি তো?
যদি না জানিয়ে থাকো।
যদি খোঁজ না নিয়ে থাকো।
তাহলে তোমাকেও
শাসক নয় শোষকই বলব।