হতচ্ছাড়া তুই আবার কোথায় গেলি?
কোন মগডালে। কার মাথায়?
কার দুঃখে? কার ব্যথায়?
এদিকে রাতজাগা আমি।
জানেন অন্তর্জামী।
প্রতি রাত সেই "কই গেলি কই গেলি"। .....
কবিতার নামে এই রচনাটি এখানেই এই অবধিই থাক। অন্য কিছু মাথায় আসছে। হয়তো কোনো মগডাল থেকে নামছেন তিনি। লিখে ফেলি। আবার না চলে যায় অন্য কারও মাথায়।
..........................................................
তুমি নেই।
নেই তোমার নামেও কেউ কোত্থাও নেই।
যদি থাকতে।
পারতে। তুমিই পারতে।
ফুল হয়ে ঝড়ে পড়তে।
গোলাপ হলে। কাঁটা তোমার কাছেই রাখতে। ......
.........................................................
ধুত্তেরি । হোলো না এটাও। ........
.........................................................
হতচ্ছাড়া তুই আবার কোথায় গেলি?
কোন মগডালে। কার মাথায়?
কার দুঃখে? কার ব্যথায়?
এদিকে রাতজাগা আমি।
জানেন অন্তর্জামী।
প্রতি রাত সেই "কই গেলি কই গেলি"। .....