আজকাল আর বিশ্বাসের কবর খুঁড়িনা,
বরং ফেলি আরও মাটি।
জড়ো করি আরও জঞ্জাল তথাকথিত ।
ছুঁড়ে ফেলে দেওয়া আরও অনেক বিশ্বাস ।
আর সেই মাটিতে রোজ,
পুঁতি একটি করে নতুন চারা অবিশ্বাসের, রোজ।
একদিন যখন তারা বড় হবে,
আমার অপত্য হয়ে ডালপালা মেলবে।
সেদিন আমি ঘুমোবো,
পরম নিশ্চিন্তে তাদের ছায়ায়।
ঘুম ভাঙবে আবার হয়ত।
তবে সেবার কিন্তু
বিশ্বাসের কবর আবার খুঁড়বো।
জানি বিশ্বাস কবরেও বাঁচে,
তবে ধিকিধিকি নিভন্ত আঁচে ।
উদ্ধার করে দাঁড় করাবো আমার অপত্যদের কাছে,
মহীরুহগুলোর পাশে।
আর তারিয়ে তারিয়ে দেখব
লজ্জা কেমনে আসে।