আজ প্রেম নয় ,বিরহ নয়।
বিদ্রোহ নয় ,
রূপকের ছলনাও নয়।
নয় মানব নয় দানব
এমনকি দেবও নয়।
কারো নেই স্থান আজ আমার কবিতায়।
শব্দগুলো সম্পূর্ণ দায়মুক্ত আজ
আমার খিদমৎ হতে।
আজ তারা মুক্ত বিহঙ্গ হয়ে
উড়ে যাক আমার কবিতার খাঁচা হতে,
মেলুক ডানা, উড়ে যাক মুক্ত আকাশে।
দল বেঁধে কখনও,
কখনও একা গন্তব্যহীন অর্থহীনভাবে
মুক্তির প্রেক্ষাপটে সৃষ্টি করুক
আরও আরও
অনেক অনেক অর্থহীনতা ,
হয়ে ঝরে পড়ুক এক একটি ধানের শিষে,
প্রতি অভুক্তের ঠিকানা লিখে।