প্রশ্ণটা তোমাকেই করি।
আমি তো না হয়
হুঁশ আর মান মিলিয়ে।
কখনও মিশিয়ে,
কখনও বিষিয়ে।
আর তুমি?
কি বা কতটা।
কোনটা মিশালে।
কোন রসেতে কতটা ভিজালে।
বা
শুধু ছন্দ গুনে ছন্দ মিলালে?
পাবো কি তোমাকে ?
বলো না আমাকে ।
প্রশ্ণটা তোমাকেই করি।