কবিতা তুমি অপেক্ষা কর আজ।
অনেক আরও শব্দ অপেক্ষা করে আছে এখনও।
শুধু তারা কবিতা হতে চায়না আজ।
কিছু গদ্যের প্রয়োজনে,
কিছু শুধুই প্রতিবাদ আয়োজনে।
ছন্দ সুর তাল সব সব ফেলে রেখে
দিচ্ছে ছুট
কোন সুদূরে
কবিতা থেকে অনেক অনেক দূরে।
কোনো এক ভাঙা কুটিরে।
যেখানে কবিতার কোনো মানে নেই,
ললিতকলা অপাঙক্তেয় আজও
একইরকম সেই।
পারলে তুমিও চলো নিজের সর্বস্ব বদলে,
কবিতা তুমি।
নয়ত
কবিতা তুমি অপেক্ষা কর আজ।