বেশ হয় না?
আমারই লেখা কবিতারা
যদি এক এক করে
তাদের মত করে
লেখে আমায় এক এক দিন।
নতুন নাম নতুন জীবন
প্রত্যেকটা লেখার পরে।
যদি হয় পাঠ আমার,
কবিতাদের আসরে।
বেশ হয় না?
হয়ত তাই হয়।
আমি লিখিনা কবিতা,
কবিতাই আমাকে লেখে।
বদলাই আমি রোজ তাদের খেয়ালে
একটু একটু করে ।
হয়ত আমাকে নতুন করে গড়ে
তাদের প্রয়োজনে,
রোজ রোজ নিয়ম করে।