ফুল ফুটবে,
ভালো লাগতে হবে।
ফুল ঝড়ে যাবে,
কষ্ট পেতে হবে।
আগুন জ্বলবে,
দূরে থাকতে হবে।
নিভে গেলে,
ছাই মাখতে হবে।
আর?
অবোধ্য ভাষায় ,
লিখতে হবে।
রূপক দোহাই ,
বাঁচতে হবে।
প্রতিবাদটাও দায় এড়িয়ে
ছদ্মভাষায় করতে হবে।
কবিদেরও তো বাঁচতে হবে।