এই যে দাদা একবার শুনবেন?
সব কথা তো আর কবিতায় বলা যায় না।
আর প্রয়োজনও নেই কবিতাকে জানবার।
একটু সাহায্য করবেন?
তিন মাস হল কাজ নেই ,বুঝলেন।
শূণ্য দুটি হাত। ঝড়েও কেড়েছে ঘরবার।
একটু সাহায্য করবেন?
জানি বড্ড শোনা লাগছে কথাগুলো
প্রতিবার চেনা কথা ,অচেনা মানুষ প্রতিবার।
একটু সাহায্য করবেন?
তবে আমি কিন্তু আলাদা।
জাত কবিয়াল আমি,ভরসা যদি করেন একবার ।
একটু সাহায্য করবেন?
শোধ দেব কবিতায়।
কিরকম? বিদ্রোহ ,প্রেম ,হতে পারি ছড়াকার।
একটু সাহায্য করবেন?
আরে এই যে দাদা।
চললেন কোথায়? সাহায্যটা ছিল খুবই যে দরকার ।
চললেন কোথায়? শুধু কবিতায় চলে না যে সংসার।