কবি নিখোঁজ ।
পাছে কেউ কড়া নাড়ে
তাঁর শেষ কবিতার।
এ কবি শুধু একটিমাত্র কবি নয়,
গোটা কবিসমাজ।
লেখে আবেগর বশে
আর পলায়নও প্রত্যেক কবিতার শেষে,
বেশ হিসাবনিকাশ কষে।
ভাগ্যিস তুমি কবি নও।
নই আমিও।
তাই পালাও না তুমিও , আমিও।
ফিরে আসি বারেবার
দিন রাতজুড়ে না জানি কতবার।
একটি মন্তব্যের লোভে।
হয়ত হতাশা আর এক অকবির ক্ষোভে।
ফিরে এসো হে অকবির দল
ভুলে সব , সব ছলাকৌশল।
ঠিক এমনই শতবার
প্রয়োজনে লক্ষ্য হতে শতাধিকবার।
তবু কবি হতে চেয়ানা কোনোবার ।
কারণ একটি সফল কবিতা
করে কবিকে নিখোঁজ ।
আর বিশ্বজুড়ে জারি করে পরোয়ানা।
"কবি নিখোঁজ "।