ক্লান্ত বিভ্রান্ত। আদি থেকে অন্ত ।
প্রশ্ন প্রতিবার।
শূণ্য আর এক ,রকমফের বারেবার।
দৃষ্টি অন্তরায়,
বোধ বৃথাই হাতড়ায়।
অনু থেকে পরমানু
মুক্তি পায়
আমার আমি থেকে প্রতিবার।
কখনও চিতায়,
কখনও কবরে,
নীরবতার মিনারে কোনোবার।
তবুও
আমার আমি
ক্লান্ত বিভ্রান্ত। আদি থেকে অন্ত ।
প্রশ্ন প্রতিবার।
শূণ্য আর এক ,রকমফের বারেবার।

চেষ্টা করলাম একটি ভাবানুবাদের। ভুল ত্রুটি মার্জনা করবেন।


Tired and confused.
Extreme ,supreme wringers each time.
Blank to shape ,why sublime ?
Vision and lect
Why so mime ?
Just
Tired and confused.